
পিরোজপুরের হুলারহাটে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাশরুম চাষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকার এ প্রশিক্ষণের আয়োজন করা হয় হুলারহাট দারুশ শরীয়াত দাখিল মাদ্রাসায়। এতে অংশ নেয় ৩০ জন প্রশিক্ষনার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এতে সভাপতিত্ব করেন পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মমিনুল হক বকুল।
এছাড়াও উপস্থিত ছিলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হুলারহাট স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।