ঢাকা, রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজাপুরে সবজির আড়ালে গাঁজা চাষ, গাঁজাসহ দুইজন আটক
উলিপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক কমিটির পরিচিত, সহকারী শিক্ষা অফিসারের বিদায়, সদ্য যোগদানকৃত সহ- শিক্ষকের সংবর্ধনা
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান, গ্রেফতার ৭
পাঁচবিবিতে ধরঞ্জী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
আলীকদম সেনাজোন কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক আর্থিক অনুদান বিতরণ
পাংশায় দেশীয় পাইপগানসহ তাজা কার্তুজ উদ্ধার
শরীয়তপুরে ২৩ কোটি টাকা মূ্ল্যের অবৈধ জাল জব্দ
আদাবর থেকে ছিনতাইকারী ও মাদককারবারি চক্রের ৭ সদস্য গ্রেফতারন
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ও ভাগ্নে ‘ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার’ গ্রেফতার
হত্যাসহ ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজন গ্রেফতার
ফকিরাপুল গড়মপানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,আহত ৩
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের ১০ জন গ্রেফতার
দুই পক্ষের সংঘর্ষে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন,আটজনকে আসামী করে মামলা
মিরপুরে যুবলীগের ঝটিকা মিছিল

নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২

চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ১৭২ জনকে আটক ও ৩ টি ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ) পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) ও অতিরিক্ত দায়িত্ব (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ১৭২ জন।

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২,৩০,৬১,৭৩১ (২ কোটি ৩০ লক্ষ ৬১ হাজার ৭৩১) মিটার অবৈধ জাল, ৫,১২৫ ( পাঁচ হাজার একশত পঁচিশ ) কেজি মাছ, ৬,৪৫,০০০ ( ৬ লক্ষ ৪৫ হাজার ) পিস বাগদা রেণু পোনা, ১৫,০৩,১০০ ( ১৫ লক্ষ ০৩ হাজার একশত ) পিস বিভিন্ন রেনু পোনা, ৩০০ (তিনশত) কেজি পাঙ্গাস মাছের পোনা, ৩৮৫ ( তিনশত পচাশি ) কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ৮৭ ( সাতাশি )টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৩৩ (তেত্রিশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৩ (তিন)টি ড্রেজার জব্দ করা হয়।

এই অভিযানে ১৭২ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৩১(একত্রিশ)টি মৎস্য, ৫(পাঁচ)টি বেপরোয়া, ২(দুই)টি হত্যা, ১(এক)টি বালুমহাল, ৯(নয়)টি অপমৃত্যু, ১(এক)টি ডাকাতির প্রস্তুতি, ১(এক)টি সরকারি কাজে বাধা, ১(এক)টি খুনসহ ডাকাতি, ১(এক)টি আত্মহত্যার প্ররোচনা এবং ১(এক)টি অন্যান্য মামলাসহ মোট ৫৩ (তিপ্পান্ন)টি মামলা দায়ের করা হয় এবং ১১ (এগার)টি মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ