
রাজধানীতে চলমান ভ্যাপসা গরম ও তীব্র দাবদাহে কর্তব্যরত ট্রাফিক সদস্যদের সুস্থতা ও পানিশূন্যতা রোধে মিরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১১ মে) ট্রাফিক-মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে ট্রাফিক সদস্যদের মাঝে ওরাল স্যালাইন বিতরণ করেন। এ সময় তিনি সদস্যদের শরীরের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
ডিসি ট্রাফিক বলেন, “চলমান গরমে ট্রাফিক সদস্যরা রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। তাঁদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
এই ধরনের মানবিক পদক্ষেপ মিরপুর ট্রাফিক বিভাগের সদস্যদের মাঝে ইতিবাচক মনোভাব ও কর্মস্পৃহা সৃষ্টি করেছে।
ডিআই/এসকে