ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম উদ্দীন সোহেল গ্রেপ্তার
তানোরে সীমানা পিলারকে কেন্দ্র করে হামলা মটরসাইকেল ভাংচুর মারপিট নারীসহ আহত ৪
ভারতীয়সহ ১৬ জনকে পঞ্চগড়ে দুইটি সীমান্ত পয়েন্ট দিয়ে ঠেলে দিল বিএসএফ
পাঁচবিবিতে আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিএনপি’র নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব : আনোয়ার হোসেন বুলু
নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভা
মাদকদ্রব্যের উপ-পরিচালক শামীম আহম্মেদের অপসারণ চেয়ে মশাল মিছিল
খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১
পিরোজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের
নান্দাইলে জুলাই গণঅভূত্থানে আহত ইমরান হোসাইনের মৃত্যু
শার্শার রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ইউনিয়ন বিএনপি সভাপতি ডা: আকরাম বলেন দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত
প্রেসক্লাব নান্দাইলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত:-সভাপতি হান্নান সম্পাদক রায়হান

চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

গাজীপুর মহানগরীতে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের কারও হাতে হ্যান্ডকাফ ও কারও কোমড়ে দড়ি বেঁধে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন (৪০), সদস্য মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার মহিউদ্দিন (৩০), রংপুরের শাহিন ভূঁইয়া (৩৭), ভোলার পলাশ হাওলাদার (৩১) এবং নীলফামারীর রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে ‘সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র একটি শাখা অফিস রয়েছে। ওই শাখার ব্যবস্থাপক সোহেল রানা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা তার কাছে ফোনে ও সরাসরি মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেন তারা।

এ ঘটনায় গাজীপুর সদর থানাসহ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সোহেল রানা। অভিযোগের ভিত্তিতে র‌্যাব, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের আশপাশের এলাকা ঘিরে চলে এই অভিযান।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন বলেন, ‘চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ