ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রবাসীদের ভোট গ্রহণ না করার অনুরোধ বিকল্পধারার
পাঁচবিবিতে পুটারবিল গ্রামে মাদক বিরোধী সেমিনার
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন মানবজমিনের শুভ্র
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
আমতলীতে ব্রিজ ভেঙ্গে পড়ল খালের মধ্যে
চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০
পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই আহত অবস্থায় উদ্ধার
সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগের অভিনব উদ্যোগ
হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
তানোরে ঘাস মারা বিষ দিয়ে ৪ বিঘা জমি ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ সাবেক জেলা পরিষদ সদস্য আটক
নওগাঁর মান্দায় শুকনো ধান জড়াতে মাঠে গিয়ে বজ্রপাতে এক কৃষক মৃত্যু
কু‌ড়িগ্রা‌মে ২০ মাদক মামলার আসা‌মি নয়ন গ্রেপ্তার
ঝিকরগাছায় সরকারি রাস্তা থেকে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

পুশইন ঠেকাতে সীমান্তে কারফিউ জারির আহবান জানিয়েছেন :সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কতৃক ভারতীয় বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন করা হচ্ছে। বিএসএফ এর অবৈধ পুশইন ঠেকাতে দেশের সীমান্তবর্তী এলাকা সমূহে কারফিউ জারি ও স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছেন ‘সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ’। রবিবার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই আহবান জানিয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ভারত-অনুগত সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের ওপর বহুমুখী কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক চাপ প্রয়োগের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এই পুশইনের ঘটনা সেই চাপ প্রয়োগের একটি নগ্ন প্রকাশ, যা রাষ্ট্রীয় শিষ্টাচার ও প্রতিবেশীসুলভ আচরণের সম্পূর্ণ পরিপন্থী। গত বুধবার ০৭ মে ২০২৫ তারিখ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলা দিয়ে প্রায় এক শতাধিক ভারতীয় নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিএসএফ, একই দিনে কুড়িগ্রাম জেলার রৌমারি এবং ভূরুঙ্গামারি দিয়ে ৪০জন এবং শুক্রবার ০৯ মে ২০২৫ তারিখ সাতক্ষীরার নদী পথে ৬২ জন ভারতীয় বাসিন্দাকে অবৈধভাবে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়েছে বিএসএফ। এদের বেশিরভাগকেই বিজিবি আটক করতে সক্ষম হয়েছে। এরা ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশ। এদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে আখ্যায়িত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে আটককৃত সূত্রে জানা গিয়েছে। অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তারা সবাই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের বন্ধ, সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক থাকতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)প্রতি অনুরোধ ও সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির আহবান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। একই সাথে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, বিএসএফ ও সন্ত্রাসীদের অপতৎপরতা ঠেকাতে দেশের সীমান্তবর্তী এলাকা সমূহে আগামী তিন মাসের জন্য সন্দা ৬.০০ থেকে সকাল ৬.০০ পর্যন্ত দৈনিক ১২ ঘন্টা কারফিউ জারি করার অনুরোধ জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। একই সাথে যে কোন অনাহুত পরিস্থিতি সামাল দিতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। যদি বিএসএফ এর কোনো রকম অপতৎপরতা দেখা যায় তাহলে স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনীকে বিজিবি’র সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে অনুরোধ জানান।বিবৃতিতে আরও বলা হয়, এ পুশইন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কে হুমকির মুখে ফেলবে, স্বাধীন পররাষ্ট্রনীতিরও অবমাননা ঘটাচ্ছে ভারত। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ মনে করে, ভারতীয়দের এ ধরনের আচরণ প্রতিরোধে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক জবাব প্রদান, জাতিসংঘসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোতে অভিযোগ প্রদান এবং জাতীয়ভাবে একটি সাহসী ও তথ্যভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা। সেইসাথে পুশইন হওয়া ব্যক্তিদের আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে অতিদ্রুত ভারতে ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা। কোনোভাবেই ভারতের অপকৌশল মেনে নিয়ে বিষয়টিকে ‘মানবিকতার’ আবরণে লুকানো যাবে না।

শেয়ার করুনঃ