
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীমকে গুলি করে হত্যা চেষ্টা ও অস্ত্র মামলার ৪ আসামিকে ফরিদপুর র্যাব-১০ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।শুক্রবার রাতে ফরিদ জেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।থানা সুত্র জানা যায়, গত ১৪ এপ্রিল রাতে পাঁচবিবি পৌর বাজারে ‘নিউ গার্মেন্টস অ্যান্ড ক্লথ স্টোর’-এর সামনে রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন ছাত্রদল নেতা শামীম হোসেন (৩১)। এ সময় রাজনৈতিক বিরোধের জেরে পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখার (২৭) পূর্ব পরিকল্পনা ও নির্দেশনায় অজ্ঞাতনামা কয়েকজন মোটরসাইকেলে এসে শামীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শামীম অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে রুবেল হোসেন (৩২) নামে ১জনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করে জনতা। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।এ ঘটনায় শামীম হোসেন পাঁচবিবি থানায় মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর র্যাব-১০ এর সহযোগিতা চেয়ে একটি অধিযাচনপত্র দেন। এর ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি থানা পুলিশের একটি দল র্যাব- ১০ এর সহযোগিতায় ফরিদপুর গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ রাজুকে গ্রেপ্তার করে। পরে রাত ১টার দিকে ফরিদপুরের টেপাখোলা এলাকায় আরও একটি অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ওরফে জালাল মোল্লা,পান্নু শেখ ও রাকিব শেখকে গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ রবিবার বিকেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।