ঢাকা, বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বোদা উপজেলা প্রেসক্লাবের হকিকুল ইসলাম সভাপতি ও লিহাজ উদ্দীন মানিক সম্পাদক
সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাপ-চাচার বাড়িতে আবারো আগুন
বাগমারায় মোহনগঞ্জ কওমী মাদ্রাসার আয়োজনে ইসরাইল বিরোধী মানববন্ধন ও পণ্য বর্জণের ডাক
বাইক সার্ভিসিংয়ের দোকানে শিশুর পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা,আটক ১
নাজিরপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ১১
বাড্ডায় ১১ লাখ টাকা চুরি,কক্সবাজারে নারীসহ গ্রেফতার ৩
ছিনতাই করতে গিয়ে খুন, গ্রেফতার ২
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদনের মধ্য দিয়ে বোয়ালখালী উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন
অস্ত্র মামলায় ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনের ১৪ বছরের সাজা, কারাগারে পাঠানোর নির্দেশ
নবীনগরে ধর্ষিতাকে মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি
সলঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম আয়োজিত চক্ষু শিবিরে ছানি অপারেশন সম্পন্ন
বকশীগঞ্জে জামায়াতের সাবেক আমীর মাওলানা সাজ্জাদ হোসেনের প্রথম দাফন সম্পন্ন

নবীনগরে ধর্ষিতাকে মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে। শুধু ধর্ষণই নয়, মামলা করার পর ওই নারীকে ও তার ছেলেকে খুন করে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনার কেন্দ্রে রয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহমেদ।

জানা গেছে, গত ৪ এপ্রিল রাতে জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা নয়া পাড়ায় বিধবা এক নারীকে মুসা মিয়া ও তার দুই সহযোগী কামাল মিয়া ও হৃদয় মিয়া মিলে ওই বিধবা নারীকে ধর্ষণ করে। নারীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। আদালত নবীনগর থানাকে তদন্তের নির্দেশ দিলেও, অভিযোগ উঠেছে—মামলা তুলে নেওয়ার জন্য নারীর ওপর শুরু হয় অবৈধ চাপ।

ভুক্তভোগী নারীর অভিযোগ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহমেদ মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। তার ভাষায়, “আমাকে ও আমার ছেলেকে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে। এখন আমরা প্রাণ ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।”

এই অভিযোগের ভিত্তিতে ১৪ এপ্রিল রাতে আবু কাউছারের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আবু কাউছার আহমেদ বলেন,”ভাই, আমি বিচারক না। যদি তারা আমার বিচার মানে, আমি বিচার করে দিবো। না মানলে সেটা তাদের ব্যাপার। উভয় পক্ষই আমার কাছে এসেছিল। তবে ধর্ষণের বিষয়ে আমি কিছুই জানি না, আর আমি মামলা তুলে নেওয়ার কথাও বলিনি।”

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, “ঘটনাটি গুরুতর। আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

শেয়ার করুনঃ