
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জানকিপুর আলিম মাদরাসার উপাধ্যক্ষ মওলানা সাজ্জাদ হোসেন (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা জোহর নামাজের পর বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে বিএনপি, জামায়াতের নেতা কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে গোয়ালেরচর গ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। মওলানা সাজ্জাদ হোসেনের মৃত্যুতে কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী শোক প্রকাশ করেছেন।