
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব। সোমবার(১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাট্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ খেলার মাঠে এসে মিলিত হয়। শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতপুর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজেন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদুরতলী কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এবং উৎসুক সাধারণ মানুষ। পরে উপজেলা প্রশাসন খেলার মাঠে বিভিন্ন আয়োজন উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার,
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান,এবারের পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। উপজেলা প্রশাসন খেলার মাঠে বিভিন্ন লোকজ ক্রীড়া অনুষ্ঠান, লোকজ মেলা এবং দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কলাপাড়াবাসী দিনটিকে উপভোগ করছেন।