
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যদিয়ে বোয়ালমারীতে উদযাপিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।
১৪৩১ বাংলা সনকে বিদায় দিয়ে ১৪৩২ সনকে বরণ করে নিতে উপজেলা পরিষদ পার্কের সামনে সৌন্দর্য বর্ধণে নানা সাজে ফুটিয়ে তোলা হয়।
সোমবার ১৪ এপ্রিল সকালে উপজেলা থেকে পায়ে হেটে ও ২টি ঘোড়ার গাড়ি, করে স্বল্প পরিসরে ‘আনন্দ শোভা যাত্রা’ বের হয়ে পৌরসভার মেইন সড়ক প্রদক্ষিণ করে পার্কের সামনে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ ও শিল্প কলার আয়োজনে কালচারাল অনুষ্ঠান শুরু হয়।এবার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে এ দিনটি উদযাপন করছে বিধায় জাঁকজমক কম ছিল।
উপজেলা প্রশাসন তানভীর হাসান চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সোহেল, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।