
নিজস্ব প্রতিবেদক : নাটোরে লাইসেন্স ব্যতীত সরিষার তেল উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
জানা যায়, গতকাল ১৩ এপ্রিল (রোববার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে সরিষার তেল এর অনুকুলে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নাটোর সদরের বড় হরিশপুর এলাকার শরিফুল অয়েল মিলকে (প্রোঃ সাইদুর রহমান জনি) দশ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়।এছাড়া একই এলাকার আল-মদিনা ফুড প্রডাক্টস এ মেয়াদোত্তীর্ণ টোস্ট বিস্কুট পাওয়া যাওয়ায় ধ্বংস করা হয় ও চানাচুর এর সিএম লাইসেন্স দ্রুত নবায়ন করার পরামর্শ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন।
আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ম অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।