
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করতে আজ রবিবার সকাল ৯টায় পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমীতে সমাজের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পাঁচবিবি ফাউন্ডেশন।অনুষ্ঠানটির সভাপতিত্ব ও পরিচালনা করেন পাঁচবিবি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক জাহিদুর রহমান অশ্রু।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি ফাউন্ডেশনেে সিনি. সহ সভাপতি ইঞ্জি. তুহিন ইবনে শাহির, বিশিষ্ট্য সমাজ সেবক আবুল বাশার ও ফাউন্ডেশনের প্রচার ও তথ্য সম্পাদক রেজাউল করিম প্রমুখ।অতিথিবৃন্দ বলেন,”একজন মুসলিম ভাই হিসেবে, যখন আমি অন্য একজন ভাইয়ের বাড়িতে যাই, তখন ঈদের উপহার নিয়ে যাই। ঠিক তেমনি, আজ আমরা আপনার একজন ভাই হিসেবে এসব উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছি। বক্তারা পাঁচবিবি ফাউন্ডেশন এর মত গরীব দুঃখী মানুষের পাশে সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।