
ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের নির্দেশনায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
আজ বৃহস্পতিবার ফরিদপুর সদর অম্বিকাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড খালাসী দুর্গাপুর আবুল হোসেন সরকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে এই বিতরনীর আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা প্রবাসী দল সিনিয়র সহ- সভাপতি, ও যুবদল আল- খোবার মহানগর কেএসএ এর সিনিয়ার যুগ্ম আহ্বায়ক সামসুল ইসলাম ও অম্বিকাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের উদ্যেগে, সার্বিক সহযোগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিন শেখের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর মহিলা দল (উত্তর) এর আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, ফরিদপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর কোতয়ালি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সহ ইউনিয়নের বিএনপির নেত্রী বৃন্দ আলাউদ্দিন শেখ,কবির হোসেন, আব্দুল জব্বার শেখ, কেরামত আলী, ইসুব আলী মাতুব্বর, জহির উদ্দিন শেখ, নিজামুদ্দিন শেখ সহ প্রমূখা অম্বিকাপুর ইউনিয়ের আর ও ৯ নং ওয়ার্ডের ৪শত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।