
নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন উত্তর মহতাপুর গ্রামের শাহ আলম মেস্ত্রীর বাড়ি এলাকা থেকে ৪ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত আসামীর নাম,মো.রিয়াজ হোসেন প্রকাশ রিয়াদ (৩৬)।
সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় সদস্যরা তাকে গ্রেফতার করে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,রিয়াজ হোসেন প্রকাশ রিয়াদ (৩৬) এর হাতে থাকা সিনথেটিক ব্যাগ তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রিয়াজ হোসেন প্রকাশ রিয়াদ (৩৬) এর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১০ (ক) ও ২৬ (১) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেফতার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানা গেছে,তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ডিএনসি জানায়,আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।
ডিআই/এসকে