
মো. সফর মিয়া,, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ; দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ ও বিটঘর ইউনিয়নের ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ও শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (মার্চ ২২) সকালে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিটঘর ইউনিয়ন পরিষদ গেইটের সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের এডভোকেট জুবায়ের হক শাওন, শরীফ ইসলাম, আরিফুল ইসলাম হৃদয়, সমাজকর্মী সোহাগ উদ্দিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মাহবুব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রায়হান বেপারী, আমিনুল ইসলাম, হেদায়েত নূর, মোঃ সানী, মোঃ নাফিজ, মোঃ সামীউল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, আমাদের বিটঘর ইউনিয়নে এইরকম নেক্কারজনক ঘটনার স্বাক্ষী কখনো হয় নাই, আজকের পর থেকে আর স্বাক্ষী হতে চাই না৷ যারা ধর্ষক এবং যারা ধর্ষকের সাথে থাকে তাদেরকে আমরা কখনো ক্ষমা করবো না এবং এই ইউনিয়নে তাদেরকে স্থান দেওয়া হবে না। যে অপরাধ করেছে আমরা তাকে বা তাঁর পরিবারকে ঘৃণা করছি না, সে যে অপরাধটুকু করার চেষ্টা করেছে সেটিকে আমরা ঘৃণা করছি। আমরা তরুণ সমাজ প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতে দমন করবো। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আপনারা যদি ধর্ষকের পক্ষে যান এর পরিনতি দেখেন নাই, পরিনতি যদি দেখতে না চান দয়া করে আইনের বিরুদ্ধে কোনো প্রকার কাজ কর্ম করবেন না। ধর্ষক ও ধর্ষণ চেষ্টাকারী আমার পরিবারের হোক, বংশের হোক, রক্তের হোক এই ব্যাপারে কোনো আপোষ নাই।