
জহির সিকদার, আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ দুইজন চোরাকারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।শুক্রবার ২১ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে দুজন চোরাকারবারিসহ ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন উদ্বারপূর্বক জব্দ করে।ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও আশুগঞ্জ থানা র অফিসার ইনচার্জের সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত দুজন চোরাকারবারি ও ইনজেকশন উদ্বার করে। এ সময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো: ইসাহাক মিঞা ও থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।অভিযানে ক) ৮৮০০ পিচ ADRENOR ইনজেকশন , (খ) ২৫ বক্সের ভিতর ৬২৫ পিচ EPTOIN ইনজেকশন, (গ) ১৩২ পিচ CELPLAT-50 ইনজেকশন (ঘ) ২০ বক্সে ১২০ পিচ NIMOBET ইনজেকশন, (ঙ) ৯৮ পিচ KLACIDIV ইনজেকশন, (চ) ২৬০ পিচ NUTRORUB-50 ইনজেকশন, (ছ) ০৮ বক্সে ৪০০ পিচ ELOYAC-B ইনজেকশন, (জ) ৫০ পিচ TERLISTAT ইনজেকশন সহ সর্বমোট ১০,৪৮৫ পিচ ইনজেকশন এবং (ঝ) একটি প্রভক্স কার, যাহার রেজি: নং-ঢাকা-মেট্টো-গ-১৪-৯৯০১ উদ্ধার পূর্বক ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফত্রকৃত দুজন চোরাকারবারিরা হলেন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার ধীপুর গ্রামের সিকিম আলীর ছেলে মো: স্বপন (৩৬) ও অপরজন হলেন শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার ফুলকুড়ি গ্রামের আ: রশিদের থেকে মো: ইকবাল (৩১)।তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় এসব চোরাইকৃত পণ্য বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।