
দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার ৪ টি আসনে নিবন্ধন কৃত বিভিন্ন দলের ২৮ জন সংসদ সদস্য পদ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা ৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিকাল ৪ টার মধ্যে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় তাদের মনোনয়ন পত্র জমা নিয়েছেন মোঃ নূর কুতুবুল আলম জেলা প্রশাসক,পটুয়াখালী ও রির্টানিং অফিসার দ্বাদশ সংসদ নির্বাচন।এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার দ্বাদশ সংসদ নির্বাচন খান আবি শাহানুর খান এবং পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার দ্বাদশ সংসদ নির্বাচন মোঃ মিজানুর রহমান।
এসময় যারা পটুয়াখালী ৪ টি আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, ১১১পটুয়াখালী- ১( পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী) আসনে মোঃ খলিল(বাংলাদেশ তরিকত ফেডারেশন( বিটিএফ),এ,বি,এম রুহুল আমিন হাওলাদার ( জাতীয় পার্টি), মোঃ নজরুল ইসলাম ( ন্যাশনাল পিপলস্ পার্টি( এনপিপি), মোঃ মিজানুর রহমান (জাকের পার্টি),মোঃ আফজাল হোসেন( বাংলাদেশ আওয়ামী লীগ), কে,এম আনোরুজ্জামান মিয়া( জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ),মোঃ নাসির উদ্দিন তালুকদার( বাংলাদেশ কংগ্রেস
মহিউদ্দিন মামুন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট(মুক্তিজোট)
১১২পটুয়াখালী-২( বাউফল ও কালাইয়া) আসনে আ,স,ম ফিরোজ( বাংলাদেশ আওয়ামী লীগ), মোঃ জোবায়ের হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ),হাসিব আলম(স্বতন্ত্র), মোঃ মহসীন হাওলাদার ( জাতীয় পার্টি), নুর মোহাম্মদ হাওলাদার (স্বতন্ত্র) ও মাহবুবুল আলম( তৃনমুল বিএনপি)
১১৩পটুয়াখালী -৩ ( গলাচিপা -দশমিনা) আসনে মোঃ ছাইফুর রহমান (ন্যাশনাল পিপলস্ পার্টি ( এনপিপি),
এস এম শাহজাদা ( বাংলাদেশ আওয়ামী লীগ), এ ওয়াই এম কামরুল ইসলাম ( বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ),মোঃ নজরুল ইসলাম (জাতীয় পার্টি), আবুল হোসেন (স্বতন্ত্র), মোঃওবায়েদুল ইসলাম ( তৃনমুল বিএনপি) ও মোঃ নুরে আলম(বাংলাদেশ সুপ্রিম পার্টি।
১১৪ পটুয়াখালী -৪ ( রাঙ্গাবালী ও কলাপাড়া) আসনে আবদুল্লাহ আল ইসলাম লিটন ( স্বতন্ত্র), মোঃ হাবিবুর রহমান (স্বতন্ত্র), মোঃ মহিবুর রহমান ( বাংলাদেশ আওয়ামী লীগ), আঃ মান্নান হাওলাদার ( জাতীয় পার্টি), মোঃমাহবুবুর রহমান (স্বতন্ত্র)বিশ্বাস শিহাব পারভেজ মিঠু( জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ) ও জাহাঙ্গীর হোসাইন ( বাংলাদেশ কংগ্রেস)।
পটুয়াখালী -১আসনে মোট ৪৭২৭৩৩,পটুয়াখালী -২ আসনে মোট২৯২৭৪৩,পটুয়াখালী -৩ আসনে মোট৩৫১৫৯০ এবং পটুয়াখালী -৪ আসনে মোট ১৪০৬৮৩৯ জন ভোটার রয়েছেন।