ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক

মোরেলগঞ্জে ২’ শত হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে দরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ২শত দরিদ্র পরিবারের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এপি শাখার এরিয়া ম্যানেজার তপন কুমার মণ্ডল, প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, স্বপন হালদার । এ সময় সুবিধা ভোগী পরিবারের সদস্য এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এপি শাখার এরিয়া ম্যানেজার তপন কুমার মণ্ডল, বলেন, ছাগল পালন একটি লাভজনক খাত, যা দরিদ্র পরিবারগুলোর আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।তিনি আরও বলেন,১৯৭৬ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও অধিকার রক্ষায় কাজ করছে। মাতৃ ও শিশুর পুষ্টি, পানি ও স্যানিটেশন (WASH), জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা এবং জরুরি সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখছে।এবং বিতরণ করা ছাগলগুলোর সঠিক পরিচর্যা, খাদ্য ও চিকিৎসার বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ উদ্যোগ তাদের পরিবারের আয় বৃদ্ধি ও জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতরণের আগে প্রতিটি ছাগলকে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসের পর্যবেক্ষণে রাখা হয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জানান, ট্রান্সপোর্টেশনের কারণে সাময়িক অসুস্থ হওয়া দুটি ছাগল তাৎক্ষণিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে এবং পরে বিতরণের জন্য উপযুক্ত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। কানাডা সরকারের অর্থায়নে দরিদ্র পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাঝ একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে।

এই উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ