
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:বরগুনা বামনা উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১৪ই মার্চ সকালে উপজেলার হলরুমে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরগুনা জেলার বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়গুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এবং ভলান্টিয়ারিজম, নাগরিক শিক্ষা এবং সক্রিয় নাগরিকত্বের ভূমিকা, প্রকল্প নকশা এবং বাস্তবায়ন, তরুণদের জন্য অনলাইন নিরাপত্তা ও পাবলিক স্পিকিং এবং উপস্থাপনা। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে বলেন, এ আয়োজন তাদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে। তারা এ ধরনের কার্যক্রম আরও আয়োজন করার অনুরোধ জানান। প্রশিক্ষণ পরিচালনা করেন ভিবিডি বরগুনার সহ সভাপতি আবু জাফর । অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন মো:আরিফুল ইসলাম মান্না ,মো:খাইরুল ইসলাম মুন্না।