
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ঢাকা জেলা ও দায়রা জজ কোর্ট থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম,মো.শহীদুল ইসলাম (২২)। তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার এক চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি।
বৃহস্পতিবার রাতে নেত্রকোণার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকা থেকে র্যাব-১৪ এর সহায়তায় র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।
সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি কেরাণীগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার মো. শহীদুল ইসলাম ঢাকা জেলার জেলা ও দায়রা জজ আদালতের সিড়ির নিচ থেকে সু-কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে কোর্টে কর্মরত অফিসার-ফোর্স পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে বিচারক ও ঢাকার পুলিশ সুপার দেশে আসামীমে গ্রেফতারে বেতার বার্তা প্রেরণ করেন।
এছাড়া এ ঘটনায় ঢাকার জজ কোর্ট হাজত খানার ইন-চার্জ কোতয়ালী থানায় শহীদুল ইসলামের আসামী পলায়ন সম্পর্কে মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার রাতে নেত্রকোণার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকা থেকে র্যাব-১৪ এর সহায়তায় র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই /এসকে