
দিনাজপুর-৫আসন (ফুলবাড়ী-পার্বতীপুর) এর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম এর ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
আজ বুধবার সন্ধ্যা ৭ টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে জাতীয় পার্টির পক্ষে দিনাজপুর-৫ আসন থেকে নির্বাচন করবেন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ফুলবাড়ী-পার্বতীপুরবাসীকে জানান এই এলাকার উন্নয়ন করতে এবং মানুষের ভাগ্য ও পরিবর্তন করতে জাতীয় পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব ইনশাল্লাহ্ এবং এই আসনে অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার চেষ্টা করব।সংবাদ সম্মেলনে আরও বলতে চাই আমাকে সহযোগিতা করুন। আগামী দিনে এই এলাকার যতটুকু উন্নয়ন করা সম্ভব আমি করব। আমি সুষ্ঠু নির্বাচন কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সামিউল ইসলাম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের,
সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চঞ্চল, বিপ্লবসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী। ফুলবাড়ী উপজেলা যুব সংঘাতির সভাপতি শরিফুল ইসলাম, ফুলবাড়ী পৌর কমিটির সভাপতি সেকেন্দার আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শেখ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দ্বাদশ সংসদ নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহঃ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম। পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সহ অর্ধশতাধিক নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।