
কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত মকবুল কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও হোমনার আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার গভীর রাতে গোড়ান ট্যাম্পুস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ মার্চ) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, খিলগাঁও থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় এদিন গভীর রাতে গোড়ান ট্যাম্পুস্ট্যান্ড এলাকা থেকে মকবুল হোসেন পাঠানকে গ্রেফতার করা হয়েছে। মো. বাকের (৫২) নামের এক ভুক্তভোগী গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি দাউদ হোসেন।
ডিআই/এসকে