
ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ২৭ জন ও সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ১০ জন কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো.সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (৬ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন-
ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো.ইলিয়াস কবির;সোয়াট টিমের সহকারী পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ; প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) মেরিনা আক্তার;সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা) মোহাম্মদ আবির হাসান,সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) সালেহ মুহম্মদ জাকারিয়া;সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-কোতয়ালী জোন) পীযূষ কুমার দে;সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) মো. বকুল হোসেন; সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) মো. ফয়েজ ইকবাল; সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) তানভীর হাসান; সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ডেমরা) মো.শরিফুল হক; সোনিয়া সহকারী পুলিশ কমিশনার (সিআরও) আসমা আক্তার;সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) সাইফুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো.শইমী ইমতিয়াজ; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) মো.জুনায়েদ জাহেদী; সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) ফারহানা মৃধা; সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ) নাসরিন সুলতানা; সহকারী পুলিশ কমিশনার (সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগ) রোকসানা ইসলাম সুজানা; সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) রাকিবা ইয়াসমিন; সহকারী পুলিশ কমিশনার (পরিবহন) জয়ীতা দাস; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শেরেবাংলা নগর জোন) উদয় কুমার সাহা; সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) মো. মোর্শেদুল হাসান পিপিএম; অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) মো. মাসুদ রানা; সহকারী পুলিশ কমিশনার (দারুসসালাম-জোন) এহসানুল কামরান তানভীর; সরকার সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট) শাওন কুমার; সহকারী পুলিশ কমিশনার (সিটি-স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ) ওবাইন,সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা জোন) মো. আরিফুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ) আবুল খয়ের।
পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপাররা হলেন-
শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. জিয়া উদ্দিন খান; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো.সেলিম রেজা; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক এসএম হাসিবুর রহমান বাবু; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক অমল কান্তি রায়; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক সৈয়দ মারুফ আল-রাজী; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আবু সাঈদ; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আল মাসুদ খান; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মোহা. মামুন অর রশীদ এবং শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আলতাফ হোসেন মোল্লা।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়। প্রজ্ঞাপনে ডিএমপির ২৭ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ জন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শককে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়।
র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো.শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে