
আল আমিন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী এলাকায় জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী গ্রাম থেকে ৯ জুয়ারি,কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার তারানী এলাকায় জনৈক নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন—উপজেলার পূর্ব কালাকুমা গ্রামের আকরাম হোসেন (২৫) আফজাল হোসেন (২৭) হুমায়ুন (৩২), কালাকুমা গ্রামের তোফাজ্জল হোসেন (৩৪),তারানী গ্রামের মামুন মিয়া (২৬), নূরুল হক (৩২) শাহ আলম (৩৮) শহিদুল ইসলাম (৩৫) সাইম মিয়া (২১)।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ৯ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।