
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বাগমারায় বসত ঘরে আগুন দিয়ে অন্তঃসত্বা নারীসহ গৃহকর্তাকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। বাগমারা থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সৈয়দপুর গ্রামের রফাতুল্যার ছেলে রফিকুল ইসলাম ও তার অন্তঃসত্বা স্ত্রী স্বাভাবিক কাজ কর্ম সেরে রাত ৯ টায় ঘুমিয়ে পড়েন। পূর্ব শত্রুতার জেরে ২৭ ফ্রেব্রুয়ারি রাত সাড়ে তিন’টার দিকে বাহির থেকে শিকল আটকিয়ে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা । এতে তাদের ঘরের জানালার পর্দা এবং আলমারিতে রাখা কাপড়চোপড়ে আগুন ধরে প্রচন্ড ধোঁয়া নির্গত হতে থাকে। এক পর্যায়ে তারা ঘুম থেকে জেগে আত্ম চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় গৃহকর্তা রফিকুল ইসলাম একই গ্রামের নাছের আলীর ছেলে মফিজ উদ্দীন, ভোলাই তালুকদারের ছেলে ময়েজ তালুকদার, মৃত মুঙ্গল দপ্তরির ছেলে খয়বর দপ্তরির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্র জানায়, সিভিল ড্রেসে বাগমারা থানা পুলিশের একজন সদস্য তদন্তে এসে ভিকটিম পরিবারের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে গেছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম ও তার অন্তঃসত্বা স্ত্রী অজানা আতংকে রয়েছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তদন্তে লোকবল পাঠাবেন বলে জানিয়েছেন।