
নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক: ০৪ মার্চ ২০২৫ সকালে রায়পুর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের কারসাজি ও অনিয়মের কারণে যৌথ বাহিনীর উদ্যোগে বাজার মনিটরিং করা হয়। এ সময় অংশ নেন সেনাবাহিনী, পুলিশ, আনসার, রায়পুরের ব্যস্ততম পৌর শহরে একাধিক যানজট ও পথচারীদের চলাচলের ফুটপাত দখল করে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য সাজিয়ে বসেছেন।
এতে চলাচলের পুটপাথ দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায় রায়পুর উপজেলা যৌথ বাহিনীর উদ্যোগে, উপজেলা প্রশাসন কর্তৃক রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান, সেনা কর্ম কর্তা ক্যাপ্টেন রাহাত রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম ভূঁইয়ার নেতৃত্বে ব্রাইম মামার আদালত পরিচালিত হয়।
এ সময় ফুটপাত দখল করে বিভিন্ন পণ্যের প্রসার সাজিয়ে রাখার দায়ে ব্যবসায়ীদের সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। আরো জানা যায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়।
এদিকে গণমাধ্যম কর্মীগণ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চান, এই অভিযান চলমান থাকবে কিনা। কারণ বিভিন্ন সময়ে দেখা গেছে অভিযানের এক ঘন্টা পরেই পুনরায় ব্যবসায়ীরা তাদের দোকানের সামনের ফুটপাত দখল করে আবার ব্যবসা শুরু করে।
এই প্রসঙ্গে অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে, দেহ পুনরায় ফুটপাথ দখলের চেষ্টা করলে চলাচলে বিঘ্ন ঘটালে ও যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখলে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে জরিমানা ও মামলা রুজু করা হবে।