
সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৮ জন কর্মকর্তাকে র্যাংক-ব্যাজ পড়ালেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইড প্রধান অতিরিক্ত আইজিপি মো.মতিউর রহমান শেখ।
রবিবার (২ মার্চ) সিআইডি সদর দপ্তরে র্যাংক-ব্যাজ পরানোর সমউ ডিআইজির এইচআরএম গাজী জসিম উদ্দিনসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পদক পরালেন যাদের
১) মো. ফারুক আহমেদ – ৩৪তম বিসিএস (যোগদান: ০১/০৬/২০১৬),নিজ জেলা: কুড়িগ্রাম।
২) সুমন কুমার সাহা – ৩৫তম বিসিএস (যোগদান: ০২/০৫/২০১৭), নিজ জেলা: টাঙ্গাইল।
৩) জাহিদুল ইসলাম,পিপিএম (সেবা)– ৩৫তম বিসিএস (যোগদান: ০২/০৫/২০১৭),নিজ জেলা: গাজীপুর।
অন্যদিকে, আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন:
৪) মো. আরজু মিয়া, পিপিএম (বার) – (যোগদান: ০৬/০৮/১৯৮৮), নিজ জেলা: টাঙ্গাইল।
৫) সুলতান মাহমুদ – (যোগদান: ০১/০৮/১৯৯১), নিজ জেলা: জামালপুর।
৬) মো. জাহাঙ্গীর হোসেন – (যোগদান: ০১/০৮/১৯৯১), নিজ জেলা: টাঙ্গাইল।
৭) কাজী নুরে আলম – (যোগদান: ১০/০১/১৯৮৯), নিজ জেলা: দিনাজপুর।
৮) হরেশ্বর রায় – (যোগদান: ২৭/০৩/১৯৮৮), নিজ জেলা: দিনাজপুর।
অনুষ্ঠান শেষে সিআইডি প্রধান মো.মতিউর রহমান শেখ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ডিআই/এসকে