
রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন-আল-আমিন (৩৮) ও মামুন শেখ (৪০)।
শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (২ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি তালেবুর রহমান জানান,শনিবার সন্ধ্যায় রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য মতিঝিলের আরামবাগ এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি আল-আমিন ও মামুনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামল হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ও আন্তঃজেলা মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ সীমান্তবর্তী জেলাসমূহ থেকে ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে রাজধানীর মতিঝিলসহ অন্যান্য এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অভিযানের নেতৃত্বে ডিবি লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবির সোয়েব।
ডিআই/এসকে