ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

নওগাঁয় ৪ ডাকাত গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ৪ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। শনিবার (১ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।গ্রেফতার ব্যক্তিরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২) ও দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুুর উপজেলার পরানপুর গ্রামের বিকাশ পাহান (১৭) ও একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজার সংলগ্ন মালাধর ব্রিজের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। ওই মামলার সূত্র ধরে নওগাঁ ডিবি পুলিশের নেতৃত্বে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজ নামে ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার আহসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত আহসানকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের ৯ অক্টোর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় ভটভটি আটকিয়ে গরু ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পরানপুর ও দামপুরা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ পাহান ও জয় কুমার নামে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই ডাকাতি মামলায় আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে ৬টি মামলা রয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও ফারজানা হোসেন, নওগাঁ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ