
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক। প্রধান শিক্ষক মোহাম্মদ আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মানেজিং কমিটির সহ সভাপতি আস্রাফ আলী হাওলাদার, আর্শেদ আলী মীনা, মনির হোসেন, জাফর তালুকদারসহ অভিভাবক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ফুল এবং মালা দিয়ে অতিথি এবং বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের বরন করা হয়। অধ্যায়নরত এবং বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য শেষে বিদায়ী এবং মাল্যদানের গান পরিবেশন করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উপহার প্রদান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.নেছার উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন এবং চিন্ময় সরকার।