ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ

হাতিয়ায় চেতনানাশক দিয়ে অজ্ঞান করে শিক্ষকের ঘর লুট

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে আবু বকর ছিদ্দিক নামে সাবেক এক প্রধান শিক্ষকের বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ গামছাখালী গ্রাম খাসের হাট এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আবু বকর ছিদ্দিক’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অপরিবর্তিত থাকায় তাঁকে আজ বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এ ঘটনায় তাঁর পুত্রবধূ এবং নাতিও অসুস্থ হয়ে পড়ার খোঁজ পাওয়া যায়।

ভুক্তভোগী আবু বকর ছিদ্দিক উপজেলার মফিজিয়া হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক এবং চরআমানুল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর ছেলে কাদের সিদ্দিকী সোহেল জানান, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় আসছি। গতরাতে বাড়ি থেকে খবর পেয়েছি- কে বা কারা আমাদের ঘরে চেতনা নাশক ব্যবহার করে আমার বাবা সহ কয়েকজনকে অজ্ঞান করে সব নিয়ে যায়। তিনি আরো জানান, চেতনা নাশক স্প্রে ব্যবহার কারীরা বাবার ড্রয়ার ভেঙে প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। অন্যান্য জিনিস নেওয়াসহ মায়ের গলার চেইন টেনে নেওয়ার সময় মা জেগে যায়। পরে উঠে দেখে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং আমার স্ত্রী-সন্তান কেও অসুস্থ হতে দেখেন। এমতাবস্থায় রাত দু’টার পরে প্রতিবেশীরা তাদেরকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় বাবাসহ বাকিদেরও ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মানসি রাণী সরকার জানান, অজ্ঞান হওয়া আবু বকর ছিদ্দিক মাস্টারকে হাসপাতালে ভর্তি করা হলে আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়েছি। তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে চেতনা নাশক স্প্রে করে অজ্ঞান করা হয়েছে।

শেয়ার করুনঃ