হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে আবু বকর ছিদ্দিক নামে সাবেক এক প্রধান শিক্ষকের বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ গামছাখালী গ্রাম খাসের হাট এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আবু বকর ছিদ্দিক'কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অপরিবর্তিত থাকায় তাঁকে আজ বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এ ঘটনায় তাঁর পুত্রবধূ এবং নাতিও অসুস্থ হয়ে পড়ার খোঁজ পাওয়া যায়।
ভুক্তভোগী আবু বকর ছিদ্দিক উপজেলার মফিজিয়া হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক এবং চরআমানুল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর ছেলে কাদের সিদ্দিকী সোহেল জানান, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় আসছি। গতরাতে বাড়ি থেকে খবর পেয়েছি- কে বা কারা আমাদের ঘরে চেতনা নাশক ব্যবহার করে আমার বাবা সহ কয়েকজনকে অজ্ঞান করে সব নিয়ে যায়। তিনি আরো জানান, চেতনা নাশক স্প্রে ব্যবহার কারীরা বাবার ড্রয়ার ভেঙে প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। অন্যান্য জিনিস নেওয়াসহ মায়ের গলার চেইন টেনে নেওয়ার সময় মা জেগে যায়। পরে উঠে দেখে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং আমার স্ত্রী-সন্তান কেও অসুস্থ হতে দেখেন। এমতাবস্থায় রাত দু'টার পরে প্রতিবেশীরা তাদেরকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় বাবাসহ বাকিদেরও ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মানসি রাণী সরকার জানান, অজ্ঞান হওয়া আবু বকর ছিদ্দিক মাস্টারকে হাসপাতালে ভর্তি করা হলে আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়েছি। তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে চেতনা নাশক স্প্রে করে অজ্ঞান করা হয়েছে।