ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

সৌদিতে ৩ মাসের নির্যাতন শেষে বাংলাদেশে ফিরল নারায়ণগঞ্জের তানজিলা

টানা ৩ মাসের শারীরিক মানসিক নির্যাতন শেষে দেশে ফিরল সৌদিতে থাকা বাংলাদেশী গৃহ শ্রমিক তানজিলা(২৬)। সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির সার্বিক প্রচেষ্টায় ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত ৮টায় এয়ার আরাবিয়ার ‘জি নাইন – ৫৭১’নামের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এসময় উপস্থিত দৈনিক পূর্বাভাস এর যুগ্ম সম্পাদক ও মানবাধিকার বাংলাদেশ এর মহাসচিব সোনিয়া দেওয়ান প্রীতি বলেন- তানজিলা নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার মেয়ে। আর্থিকভাবে সাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশা নিয়ে সে গত ২৮ নভেম্বর ২০২৪ইং ফার্স্ট সার্ভিস ইন্টারন্যাশনাল লি. এর মাধ্যমে সৌদিতে যায়। সেখানে যাবার পর থেকেই কফিল ও তার পরিবারের দ্বারা সে শারীরিক মানসিক নির্যাতনের স্বীকার হতে থাকে। যে সমস্যাগুলো নিয়ে বারবার এজেন্সি কতৃপক্ষের সহযোগিতা চাওয়ার পরেও তারা তানজিলা বা তার পরিবারের কারও কথায় কর্ণপাত করেনি। এরপর আমি অভিযোগ পাওয়ার পর এজেন্সি কতৃপক্ষের সাথে একাধিকবার কথা বলেও বিষয়টি সুরাহা করতে না পেরে সৌদিতে থাকা বাংলাদেশী দূতাবাসের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করি। তাদের মধ্যস্থতায় মেয়েটিকে হাসপাতালে ১ দিনের চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু এরপরও তাকে দেশে ফিরিয়ে বনার ব্যাপারে এজেন্সির সহযোগিতা না পেয়ে ঢাকার কাকরাইলে অবস্থিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বরাবর লিখিত অভিযোগ দায়ের করি এবং পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ভিসা এক্সিট হয়ে আজ তানজিলা বাংলাদেশে এসে পৌঁছায়।

প্রীতি আরও বলেন- আমি মনে করি স্বল্প শিক্ষিত বা শিক্ষিত নয় এমন মা বোনেরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোগে গৃহ শ্রমিকের কাজে যাবার আগে ভালভাবে অভিজ্ঞদের কাছ থেকে জেনে বুঝে যাবেন। বিশেষ করে যে দেশে যাচ্ছেন, সেখানকার খাবার, পোশাক, গৃহকর্মীদের সাথে মালিকের ব্যবহার এসব সম্পর্কে ভাল মত খোঁজ খবর নিয়ে এরপর দেশ ত্যাগ করবেন।

ভুক্তভোগীর স্বামী হাসান বলেন- আমার স্ত্রীর উপর নির্যাতনের এসব ঘটনা ফোনে জানার পর আমরা যখন কোনোভাবেই এজেন্সী বা দালালের সহযোগিতা পাচ্ছিলাম না, তখন বিভিন্ন জনের পরামর্শে প্রীতি আপার কাছে যাই। তিনি বিষয়টি জানার পর সর্বাত্মক চেষ্টা করে আমার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনেন। আমি ভাবিনি আমার স্ত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবে।

এদিকে ভুক্তভোগী গৃহ শ্রমিক তানজিলা বলেন- মানবাধিকার কর্মী প্রীতি আপা আমার জীবন বাঁচাইছে। নাহয় আমার লাশও পাইতো না আমার স্বামী কিংবা পরিবারের কেউ। আমি চাইনা আর কোনো বাংলাদেশী মেয়ে সৌদিআরব গিয়ে আমার মত নির্যাতনের স্বীকার হোক।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী তানজিলার স্বামী হাসান প্রমুখ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ