ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন: শ্রমিক দল নেতা গ্রেফতার
রাজধানীতে এবার নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পাঁচবিবিতে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাঁচবিবিতে এসএসসি পরীক্ষায় ২ হাজার ৭’শ ৮৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন গ্রেফতার
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে

পেকুয়া থেকে এক অপহৃতকে উদ্ধার করতে গিয়ে আরও ২ ভিকটিম উদ্ধার

চট্টগ্রামে অপহৃত এক যুবককে উদ্ধার করতে গিয়ে আরো ২ অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। একিই সাথে চট্টগ্রামে সঙ্গবদ্ধ অপহরণ চক্রের সন্ধানও পেয়েছে পুলিশ। পেকুয়া থেকে অপহৃত ১ জনকে উদ্ধার করতে গিয়ে অপহরনকারী চক্রের কবল থেকে আরও ২ জন ভিকটিম উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ ।
২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন খাঁসিয়াইস ইউপি’র নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ৩ জনকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের ১ জনকে গ্রেফতার করে। আটক অপহরণকারী মোঃ ইলিয়াছ (২৩) পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির ৮ নং ওয়ার্ডের পূর্ব বাকখাইন এলাকার মোঃ আলীর ছেলে। সে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য।
উদ্ধার হওয়া অপহৃতরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মৃত আবু তাহেরের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), একই এলাকার রহিম উদ্দিনের ছেলে মোঃ রাইমন (২৪) ও রামু উপজেলার রশিদ নগর ইউপি’র বড় ধলিরছড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মনজুর আলম (২৪)।
জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ভিকটিম আবদুল্লাহ আল নোমানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরনকারীরা। পরে তাকে খুঁজে না পেয়ে তার ভাই মোঃ রফিছ বাদী হয়ে পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের মোবাইল থেকে তার ভাইয়ের মোবাইলে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন দেন অপহরণকারীরা।
পেকুয়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারে বিশেষ অভিযানে নামেন। ভিকটিমের মোবাইল লোকেশন ট্রেক করে পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ভিকটিমসহ আরও ২ জনকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেফতার করে। এ বিষয়ে মোঃ রফিছ বাদী হয়ে পেকুয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থেকে একজন নিখোঁজের অভিযোগ পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। নিখোঁজের ভাইয়ের মোবাইলে মুক্তিপণ চেয়ে ফোন আসলে বিষয়টি অপহরণ হিসাবে নিয়ে পুলিশ তৎপরতা বৃদ্ধি করে।
ভিকটিমের মোবাইল লোকেশনে পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ ইলিয়াছকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার অপরাপর সহযোগী অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক আসামি মোঃ ইলিয়াছ একজন পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। সে এবং তার অন্যান্য সহযোগী অপহরণকারীরা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে বিভিন্ন লোককে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে । আটক মোঃ ইলিয়াছকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের লক্ষ্যে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন দাখিল করা হচ্ছে।

শেয়ার করুনঃ