ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান

নান্দাইলে ১১ দিন ধরে পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীদের লাগাতার আন্দোলন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গত ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঘোষিত হয় নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি। কিন্তু ঘোষণার পরপরই ১১ দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে পদ বঞ্চিত বিএনপি নেতাকর্মী ও বিএনপি’র সমর্থকরা। কখনও পায়ে হেটে বিক্ষোভ মিছিল,কখনও মোটরসাইকেল বহরে বিক্ষোভ,
আবার কখনও কাপনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানায়। উক্ত আহবায়ক কমিটি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যা ফল স্বরূপ কমিটি ঘোষণার ১১ দিন পেরিয়ে গেলেও কমিটির সকল সদস্যবৃন্দদেরকে নিয়ে কোন ধরনের আনন্দ মিছিল বা কোন আলোচনায় যুক্ত হতে পারছেননা কমিটিতে অন্তভর্ক্ত হওয়া নেতাকর্মীরা। এদিকে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার কানারামপুর হইতে নান্দাইল চৌরাস্তা পর্যন্ত ১২
কি.মি. রাস্তায় পায়ে হেঁেট বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে ঘোষিত উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি উক্ত নিশিরাতের অবৈধ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে দলের দু:র্দিনে মাঠে থাকা, প্রাণবাজি রেখে বিএনপি’র কর্মসূচীতে অংশগ্রহন করা ও হামলা-মামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়িত করার জন্য বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জোর আহবান জানান। জানাগেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েতুল্লাহ কালাম ও যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত কমিটিতে দলের দু:সময়ে স্বেরাচার আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলা নেতারাকর্মীরা নবগঠিত
কমিটিতে পদ পেয়েছেন। এছাড়া নান্দাইল উপজেলার পার্শ্ববর্তী উপজেলার লোকজনও এ কমিটি স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে ১৭ বছর সুযোগ-সুবিধা ভোগ করেছেন তারাও সদ্য ঘোষিত কমিটিতে স্থান পাওয়ায় খুবই দু:খ
প্রকাশ করছেন দলের ত্যাগী নেতাকর্মীরা।রোববার (২৩ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা সদরে বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এমনটিই বলেছেন পদবঞ্চিত বিএনপি নেতাকর্মী ও সমর্থিত জনগণ। তারা আরও বলেন, আওয়ামী দোসর যুক্ত কমিটি বিলুপ্ত করা না হলে
নান্দাইলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলে কঠোর হুশিয়ারিও দেন। অন্যথায় নান্দাইল উপজেলায় কমিটি নিয়ে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে বলে সন্দেহ পোষন করছেন দলের ত্যাগী নেতাকর্মী ও বিএনপি সমর্থকরা। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি রাত দুইটায় দীর্ঘ ১১ বছর পর নান্দাইল উপজেলা বিএনপির ১১২ সদস্য বিশিষ্ট ও পৌর বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহবায়ক ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্য সচিব করা হয়। এছাড়াও উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক
মেয়র আজিজুল ইসলাম পিকুলকে পৌর বিএনপি’র আহব্বায়ক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরকে সদস্য সচিব করা হয়।

শেয়ার করুনঃ