
চন্দন ভট্টাচার্য্য, রূপসা(খুলনা) প্রতিনিধিঃ রূপসায় মোজাম্মেল হক স্মৃতি সংঘের উদ্যোগে নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২২ ফেব্রুয়ারি বাদ আছর প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন ভারতের বসিরহাট দরবার শরীফের পীর সাহেব পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শরফুল আমিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈহাটী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব বোরহান উদ্দিন গাজী। মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকার দারুল উলুম রহমানিয়া মাদরাসা’র মুহতামিম মুফতি তাজ উদ্দিন আল-হামিদী। বিশেষ বক্তা ছিলেন নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা আইয়ুব আলী গাজী, নৈহাটী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ক্বারী মাওলানা মামুনুর রশিদ। মাহফিল পরিচালনা করেন নৈহাটী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল আউয়াল। ইসালামী সঙ্গীত পরিবেশন করেন আব্দুল্লাহ আল কাফি ও সত্যের সাক্ষ্য শিল্পীগোষ্ঠী।
এর আগে বাদ জোহর মোজাম্মেল হকের রুহের মাগফেরাত কামনায় তার ছেলে সান প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর স্বত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুলের নৈহাটী গ্রামস্থ নিজ বাসভবনে কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।