
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও কামাল হোসেন এর সভাপতিত্বে আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব এবং ভাষা আন্দোলনে শহিদদের অবদান বিষয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওসি সাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন, কৃষি অফিসার প্রসেঞ্জিত কুমার, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
ভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত্রি ১২.০১ মিনিটে “আমার ভাইয়ের রক্তে আঙানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানে গানে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎসহ সরকারের অন্যান্য দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লেডিস ক্লাব কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে শহিদদের আত্নার মাগফিরাত কামনা করেন।
শুক্রবার সকালে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।