
অপারেশন ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
গ্রেফতারকৃতরা হলেন-মোয়াজ্জেম (৩০),তারেক (২৮), রহমত (২৫),ইসমাইল (৫২),আজিম (২৬),আসিফ (২৬),রাজু (৩১),ফাহিম (২৬),সামির (২৪),ফারুক (২৫), ছনু (২০),ফাইয়াজ (১৯),সুমন (২২) ও রতন (৪৫)।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে মেহেদী হাসান বলেন, সোমবার মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী,চাঁদাবাজ,চোর,সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডিআই/এসকে