
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাপাড়ার মোদি দোকানদার সৃষ্টি ত্রিপুরা (৩৬) কে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করেছে। ঘটনাটি ঘটেছে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে।
অপহরণের পর অজ্ঞাত স্থানে রেখে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কয়েক দফা দরকষাকষির পর ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ১৪ ফেব্রুয়ারি রাতে কালাপানি এলাকা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কারা অপহরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সৃষ্টি ত্রিপুরার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাকে মুক্ত করার আগে অপহরণকারীরা বেশ কয়েকবার স্থান পরিবর্তন করে। অবশেষে মুক্তিপণের টাকা বুঝিয়ে দেওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের সদস্য অলংগ্য ত্রিপুরা মুক্তিপণ দেওয়ার কথা স্বীকার করলেও, ঠিক কত টাকা দিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী জানান, “ভিকটিম উদ্ধার হয়েছে বলে আমরা নিশ্চিত। তবে মুক্তিপণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”