
আলিফ হোসেন স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেঁজগাও কবরস্থান থেকে ৫ টি কবর থেকে লাশের আংশিক অংশ চুরি হয়েছে।
গতকাল রাতে যে কোন সময়ে এ কঙ্কালগুলো চুরি হয়।চুরি হয়া কবরগুলো হলো, ১/ মোঃ আব্দুল সামাদ শেখ, পিতা-মরহুম ফরমান শেখ, ২/মরহুম মোসাঃ সায়মা সুলতানা মিতু, পিতা- মরহুম ওহাব, ৩/ মরহুম শেখ আজমল, পিতা-শেখ হেলাল, সর্ব সাং বেজাগাও ৪/ মরহুম মোসাঃ হাসিনা বেগম, পিতা-মরহুম রফিক চৌধুরী, সাং বাসাইলভোগ, শ্রীনগর, মুন্সিগঞ্জ ও একটি অজ্ঞতানামা কবরের লাশের আংশিক কঙ্কাল চুরি হয়।বেঁজগাও কবরস্থান মসজিদ ও মাদ্রাসার সভাপতি আবুল কালাম কানন জানান, এর আগে ২০২২ সালে একবার এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছিলো।তখন আমারা থানায় জিডি করেছিলাম।আজ সকালে মতুয়াল্লি সাহেবের ফোন পেয়ে জানতে পেরে পুলিশকে খবর দিয়ে তাদের নিয়ে দেখতে পাই কবরস্থানের ৫ টি কবর খুঁড়ে কঙ্কাল গুলোর আংশিক অংশ চুরি করে নিয়ে গেছে।এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মোঃ শাকিল বলেন, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।