
রাজধানীর মিরপুর পল্লবী কালশী ধ-ব্লকে বাইতুর রহমান জামে মসজিদ ও নুরুল কুরআন মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২শে ফেব্রুয়ারি, বুধবার, মসজিদ সংলগ্ন সড়কে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক শায়েখ আহমাদ বিন ইফসুফ আল-আযহারী। এছাড়াও উপস্থিত ছিলেন বাইতুল আযম জামে মসজিদের খতিব হযরত মাওলানা গাজী মোহেব্বুল্লাহ সিদ্দিকী এবং বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদ নুরুল হাসান (তাওহীদ)সহ আরও বহু আলেমে দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৯১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান (মামুন)। তবে তিনি বিদেশে অবস্থান করার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে দৈনিক খবরের আলোর সঙ্গে বক্তব্য প্রদান করেন।
ওয়াজ মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি মাহফিলকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় মুসল্লিরা এ আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বলে মন্তব্য করেছে।