
চন্দন ভট্টাচার্য্য, রূপসা ( খুলনা) প্রতিনিধিঃ
রূপসার ঐতিহ্যবাহী কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বিদ্যালয়ের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক কার্যক্রমে শুভেচ্ছা নিদর্শন স্বরূপ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ্যলাইমনাই এসোসিয়েশন আয়োজক কমিটির আহবায়ক ও ক্রীড়া সংগঠক শিক্ষাবিদ প্রফেসর খান আহমেদুল কবীর চাইনিজ।
বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক শিক্ষানুরাগী আলহাজ্ব মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত সরকার, সাবেক অধ্যক্ষ খান মারুফুল হক,বিশ্বনাথ ভট্টাচার্য্য, সরকারি বিএল কলেজের সহযোগী অধ্যাপক আফরোজা খানম।এ সময় বক্তৃতা করেন সৈয়দ নিয়ামত আলী, মো: সাজ্জাদ সরদার, মো: মুন্না সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ:রাজ্জাক শেখ প্রমূখ।এসময় ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং স্কুলের বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারি ২৪ জন মেধাবি শিক্ষার্থীদের পুরস্কার ও স্মারক উপহার প্রদান করা হয়।শিক্ষা বৃত্তি আয়োজক কমিটির আহবায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ফিরোজ শাহ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
আগামীতেও এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটি জানান।