ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন গ্রেফতার
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী ‘আরজন ‘গ্রেফতার
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

ড্রাইভিং পেশার আড়ালে মাদক কারবার,৩৮ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় আট লক্ষ টাকা মূল্যের ৩৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মো.সুমন (৩০)। সে পেশায় একজন ড্রাইভার হলেও এর আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) ভোর পোনে ৫ টায় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জোড়াখাম্বা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-মিরপুর জোনাল টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি-মিরপুর সূত্র জানায়,বৃহস্পতিবার ভোরে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জোড়াখাম্বা এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৩:০০ ঘটিকায় ডিবির টিম জোড়াখাম্বা এলাকায় কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ৪:৪৫ ঘটিকায় উক্ত এলাকায় সন্দেহভাজন একটি হলুদ রঙয়ের কাভার্ডভ্যান পার্ক করলে কাভার্ডভ্যানটি শনাক্ত করা হয় এবং কাভার্ডভ্যানে থাকা সুমনকে আটক করা হয়। আটককৃত সুমনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কাভার্ডভ্যানটির ড্রাইভিং সিটের পিছনে দুটি প্লাস্টিকের বস্তায় গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে সর্বমোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার অনুমানিক মুল্য ৭ লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত সুমন একজন পেশাদার মাদক কারবারি। সে ড্রাইভিং পেশার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে সে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো সোনাহর আলী।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ