
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ২৪টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ ফেব্রুজকঝৌয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামগড় ৪৩ ব্যাটালিয়নের কয়লারমুখে কর্মরত নায়েব সুবেদার ইবনে মিজান।
বিজিবি জানিয়েছে, বুধবার সন্ধ্যার পরে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ বিওপির আমতলী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় গরু আটক করা হয়। তবে চোরাকারবারীদের আটক করতে পারেনি। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়েছে।