
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলায় পটুয়াখালী প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। জানা গেছে, বাংলাভিশন টেলিভিশনের কয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্র্টস ইউনিটির সদস্য জহিরুল ইসলাম মিরনকে গতকাল রাত সাড়ে ১২ টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। তাঁর উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে আহবায়ক এ্যাড. মো: জাকির হোসনে ও সদস্য সচিব অধ্যাপক মো: গোলাম রহমান। প্রসঙ্গত: কুয়াকাটার সাংবাদিক জহিরুল ইসলাম মিরন এর ছবি টি সংগৃহীত।