
কুড়িগ্রামের চিলমারীতে যৌথবাহিনীর অভিযানে মো: ফারুক মিয়া নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মনিয়ার ডারা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে যৌথ বাহিনী।
আটক ফারুক মিয়া ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজতে পাঠানো হয়েছে।