ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

কোনো সন্ত্রাসী আইনের হাত থেকে রক্ষা পাবে না:ডিবি প্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন শীর্ষ সন্ত্রাসী,চাঁদাবাজ,ছিনতাইকারী কেউই আইনের হাত থেকে রক্ষা পাবেনা। তিনি বলেন,গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাজ করছে। প্রতিদিনই সন্ত্রাসী,চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেফতার করা হচ্ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান এসব কথা বলেন।

এসময় তিনি জানান,জামিনে মুক্তিতে থাকা শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্ছি হান্নান গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। ইমন ও হান্নানকে গ্রেফতারে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।

এদিন সংবাদ সম্মেলনে গত কয়েকদিনে ডিবির বেশ কয়েকটি অভিযান তথ্য তুলে ধরেন ডিবিপ্রধান।

আদাবরে যুবকের কবজি বিচ্ছিনের ঘটনায় গ্রেফতার ৪
সম্প্রতি রাজধানীর আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে সুমন শেখ নামে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মো.আলমগীর (২৬),শাহজাহান (৩৩),তরিকুল ইসলাম (১৯) ও মো.রাহাত হোসেন (১৮)।

ডিবিপ্রধান জানান,গত ৩০ জানুযারি আদাবরের ১০ নং বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের চাপাতির এলোপাতাড়ি আঘাতে সুমন শেখ নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হওযার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে,এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে ডিবি। অতঃপর গতকাল রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন এবং উক্ত গ্রুপের আরো তিনজনসহ মোট চারজনকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ।

নিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যায় কিং মাহফুজসহ গ্রেফতার ৫

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার চাঞ্চল্যকর ঘটনায় রুজুকৃত মামলায় এজাহারভুক্ত ১নং আসামি কিং মাহফুজসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন,মাহফুজ ওরফে মো.মাহফুজ সরকার (২২), জাহিদুল ভুঁইয়া শাওন (২৭),সাব্বির সরকার (১৮), মো. আশিক (২২) ও সোহান মিয়া (১৯)।

ডিবিপ্রধান জানান,নিহত মিনহাজুল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সাথে মাহফুজ ওরফে কিং মাহফুজসহ অন্য আসামিদের তর্কবিতর্ক হয়। পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার,চাকু, চাপাতি,রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’সহ ৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি।

পল্টনে প্রাইভেটকার চালক হত্যার প্রধান আসামি রোকন মিয়া গ্রেফতার
রাজধানীর পল্টনে বিজয়নগর বটতলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জনৈক প্রাইভেটকার চালক সাজু মিয়া হত্যার ঘটনার মূল আসামি রোকন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। শনিবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন কাঁটাবিল চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রোকন মিয়াকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

এছাড়া রামপুরা থেকে ৭ মামলার আসামি গ্রেফতারসহ
কোতোয়ালি থানার কোর্ট বিল্ডিং এর সামনের একটি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনায় চোরদের গ্রেফতারের তথ্য জানান ডিবিপ্রধান।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ