
কয়রা (খুলনা)প্রতিনিধি : শিশু বয়সে বিয়ে নয় — শিক্ষা আমার অধিকার, বিয়ে নয় বই দাও, আমি যাবো বিদ্যালয়। এই প্রতিপাদ্য নিয়ে,কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ, আত্মহত্যা প্ররোচনা, ইভটিজিং, জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এই সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। অশিক্ষা, দারিদ্র ,নিরাপত্তাহীনতা,ও সামাজিক নানা কারণে আইনের তোয়াক্কা না করিয়া বাল্যবিবাহ হয়ে আসছে। আমরা যদি সবাই সচেতন হই তাহলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।তাই বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এতে আরও বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক রনজিত কুমার বাইন, সহকারি শিক্ষক দেবদাস মন্ডল, আব্দুস সবুর, আঞ্জুমানারা খাতুন, শিক্ষার্থী রুহান বিনতে রউফ,আনিসা আক্তার প্রমুখ।