ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

নান্দাইলে মানবিক কর্মকান্ডে প্রশংসিত ওসি ফরিদ আহমেদ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আহমেদ এর মানবিক কর্মকান্ডে খুশি বৃদ্ধাশ্রমের অসহায় নারী-পুরুষ।

রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতনামা অসহায় এক বৃদ্ধাকে উদ্ধার সহ হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেন তিনি। পাশাপাশি ওই মহিলার দায়িত্ব নেওয়া সহ বৃদ্ধাশ্রমের সকল অসহায় নারী-পুরুষকে উন্নতমানের খাবার ও নগদ আর্থিক অনুদান দেওয়ায় প্রশাংসায় ভাসছেন মানবিক ওসি মো. ফরিদ আহম্মেদ। এ বিষয়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে নারী-পুরুষের কাছে পেয়ে স্বজন হারানো অসহায় নারী-পুরুষরা ওসির জন্য প্রাণ ভরে দোয়া করেন। জানাগেছে, অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ নান্দাইলে যোগদানের পর থেকেই “মানব সেবাই পুলিশের লক্ষ্য” এই স্লোগানকে সামনে নিয়ে আইনীসেবা ও আর্থিক সহায়তা সহ সাধারন মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়া জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করে অর্ধশতাধিক জুয়াড়ি, মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়িকে জেল হাজতে প্রেরন করেন। গত একসপ্তাহ পূর্বে নান্দাইল চৌরাস্তা এলাকায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতনামা ষাটোর্ধ অসুস্থ অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন এবং চিকিৎসার সকল খরচ বহন সহ খোঁজখবর নেন। পরবর্তীতে বুধবার (২৯ জানুয়ারি) ওই বৃদ্ধাকে উপজেলার চরবৈতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামে স্থাপিত মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি বৃদ্ধাশ্রমের অসহায় ১৬ জন নারী-পুরুষ ও স্টাফ সহ ২০ জনকে একবেলা উন্নতমানের খাবার ও পানির বোতল পরিবেশন করেন। সেই সাথে বৃদ্ধাশ্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট বৃদ্ধাশ্রমের ব্যক্তিদের জন্য ওসির নিজস্ব অর্থায়নে নগদ আর্থিক কিছু অনুদান প্রদান করেন। এছাড়া গত ২৬শে জানুয়ারি প্রশাসিনক কাজে ময়মনসিংহ জেলা সদরে অবস্থানকালে নান্দাইলের এক বৃদ্ধ লোক বিচারপ্রার্থীর জন্য জেলা পুলিশ অফিসারের কার্যালয়ের সামনে দেখা হলে তিনি তাৎক্ষনিক ওই বৃদ্ধাকে সঠিক আইনী সমাধানের বিষয়ে আশস্ত করেন এবং বৃদ্ধাকে বাড়ি যাওয়ার জন্য গাড়ীভাড়া বাবদ নগদ টাকা প্রদান করেন। বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম ওসি ফরিদ আহমেদকে ধন্যবাদ জানিয়ে বলেন, অফিসার ইনচার্জের এমন কর্মকান্ডে এলাকার সকলেই খুশি।এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, কিছুদিন পূর্বে খবর পেয়ে বৃদ্ধ মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। যেহেতু উনার পরিচয় নেই, তাই উনি সুস্থ হওয়ায় তাকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছি। এটা আমার দায়িত্ববোধ থেকেই করেছি। কারন মানুষ মানুষের জন্য।এরকম মানবিক কাজে সকলকে এগিয়ে আসা উচিত।

শেয়ার করুনঃ