
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় সোহরাফ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোশাররফ আড়পাঙ্গাশিয়া তারিকাটা গ্রামের সোহরাফ হাওলাদারের ছেলে।সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে আরপাংগাশিয়া থেকে আমাতলীতে আসার পথে মানিকঝুড়ি সাত ধারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা আসাদ হাওলাদার জানান,সোমবার দিবাগত রাত মোটরসাইকেলযোগে আমতলী যাওয়ার পথে আড়পাংগাশিয়া মানিক ঝুড়ি সড়কের সাতধাড়া নামক স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান এবং মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন,সোহরাফের পরিবারের আবেদনের পরিপেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে । ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।